মামুনুল হক পাকিস্তানের একটি রাজনৈতিক দলের মডেল দেশে আনেন : ডিসি হারুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১৯:৪২ |  আপডেট  : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৪

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক পাকিস্তানের একটি রাজনৈতিক দলের মডেল এনে উগ্রবাদী কায়দায় বাংলাদেশে নাশকতা সৃষ্টি করেছেন।


রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে কথা বলতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

ডিসি হারুন বলেন, ‘২০০৫ সালের দিকে পাকিস্তানে গিয়েছিলেন মামুনুল হক। সেখানে তিনি ৪৫ দিন অবস্থান করেছিলেন। একটি মাদ্রাসায় ছিলেন তিনি। ওই মাদ্রাসায় থেকে সেখানকার একটি রাজনৈতিক দলের মডেল আনেন বাংলাদেশে।’

‘সেই মডেল অনুযায়ী ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা থেকে আজ পর্যন্ত উগ্রবাদী কায়দায় দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর, পুলিশের ওপর আঘাত এবং কোমলমতি বাচ্চাদের হত্যা করেছে। মামুনুলের মূল উদ্দেশ্যই ছিল হেফাজতকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়া।’

হারুন অর রশিদ আরও বলেন, ‘মামুনুলের স্ত্রীর বাবা বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমের ভায়রা ভাই হয়। এ ব্যাপারে আমরা তথ্য পেয়েছি। যদিও মামুনুল হক বলেছেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।’

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় মামুনুল হকের সাত দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত সাত দিনের রিমান্ডই মঞ্জুর করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত