মামার বউ ভাতের অনুষ্ঠানে এসে প্রাণ গেল শিশু ভাগ্নের

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৩৪ | আপডেট : ১৩ মে ২০২৫, ১৪:৩৩

বাগেরহাটের শরণখোলায় মামার বউভাতের অনুষ্ঠানে এসে পানিতে ডুবে আড়াই বছর বয়সী তাহসান ফারাবি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে শরণখোলা উপজেলার মালশা এলাকার সগির হোসেন হাওলাদারের বাড়ি এই দূর্ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে বাবা-মায়ের সাথে মামা সগির হোসেনের বিয়ের অনুষ্ঠানে নানা বাড়িতে আসে তাহসান ফারাবি। নিহত তাহসান ফারাবি শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের আবু হানিফ সাজ্জালের ছেলে।
শিশুটির চাচা স্কুল শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার তাহসানের মামা সগির হোসেন হাওলাদারের বিয়ে হয়। রবিবার দুপুরে বৌভাতের অনুষ্ঠান ছিল। দুপুর থেকে আমরা সবাই ব্যস্ত ছিলাম। অনুষ্ঠানের কোন এক ফাঁকে সবার অজান্তে তাহসান খেলতে খেলতে বাড়ির পাশের নালায় পড়ে যায়। অনেক খোজাখুজির পরে নালা থেকে তাহসানকে উদ্ধার করা হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের মো: জাকির হোসেন খান মহিউদ্দিন নিহতের বিষয় নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত