মাদারীপুর পৌরসভার কাউন্সিলরের আত্মার মাগফিরাত কামনায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি   

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৫:৩৮ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯

মাদারীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো:সিদ্দিকুর রহমান তালুকদার এর রুহের মাগফিরাত কামনা করে সোমবার সকালে মাদারীপুর পৌরসভা চত্বরে মাদারীপুর পৌরসভার  কর্মর্তা-কর্মচারীদের উদ্যেগে দুপুর ১২টা থেকে ১২;৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। এ ছাড়াও অন্য  কর্মসুচীর মধ্যে ছিল প্রতিটি কর্মকর্তা কর্মচারদের কালোব্যাজ ধারণ, এক মনিটি নিরবতা পালন  । 

মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশন এর কেন্দ্রীয় মহাসচিব ও মাদারীপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ।

উক্ত আয়োজিত অনুষ্ঠানে মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, মাদারীপুর পৌরসভার কর্মকর্ত-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য মাদারীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সিদ্দিকুর রহমান তালুকদার গতকাল ভোর রাতে ঢাকা বারডেম হাসপাতালে উন্তেকাল করেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত