মাদারীপুর জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
 শফিক স্বপন মাদারীপুর
  শফিক স্বপন মাদারীপুর 
                                    
                                    প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১৭:৪০ | আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:১৮
 
                                        
                                    বিজয়ের ৫০ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদারীপুর জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন মাদারীপুর জেলা পরিষদ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিসদের চেয়ারম্যান জনাব মুনির চৌধুরীর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান কালু খান, কালকিনি উপজেলা পরিসদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর পৌর সভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুরর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সমাজ কল্যান সম্পাদক ড. সেলিনা আক্তারসহ মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য আ. মন্নান লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিসদের ,সদস্য এ্যাডভোকেট যতিন চন্দ্র সরকার, আছিফ সাহারিয়ার রানা,কামরুল হাসান মন্টু,আয়শা সিদ্দিকা মুন্নী,নূর জাহান পারুল, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সহ জেলার বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ।
মাদারীপুর জেলা পরিসদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নীর সঞ্চালনায় সভাপতির বক্তব্যে জেলা পরিসদের চেয়ারম্যান মুনির চৌধুরী বলেন মহান স্বাধীনতার মহা নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত অবস্থায় যতোটা শক্তিশালী ছিলেন তারচেয়ে আজ মৃত্যু বঙ্গবন্ধু বেশি শক্তিশালী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            