মাদারীপুরে হাজতীর মৃত্যু

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৬:৪০ |  আপডেট  : ১৫ জুন ২০২৪, ১৩:৪৭

মাদারীপুর জেলা কারাগারে এক হাজতীর মৃত্যু হয়েছে। গতরাতে হাজতী কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

কারা কর্তৃপক্ষ সূত্রে জানায়, রাত আড়াইটার দিকে মাদারীপুর জেলা কারাগারে চুরি মামলার হাজতী আয়নাল শেখ গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত সদর হাসপতালে নিয়ে আসলে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত আয়নাল শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর।

ঘটনার সত্যতা স্বীকার করে মাদারীপুর জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত