মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  এসআর শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৭:৫২ |  আপডেট  : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪০

মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় ৭ম চীন মৈত্রী আসমতআলী খান  সেতুর উপর বাসের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাসুদ প্যাদা (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সুত্রে জানাগেছে সোমবার দুপুরে মোঃ মাসুম প্যাদা নাম এক যুবক মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ৭ম চীন মৈত্রী আসমত আলীখান সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা হাওলাদার পরিবহন বাসের সাথে তার মোটরসাইকেলের সরাসরি মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মাসুদ গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় ভ্যানচালকসহ পথচারীগণ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে কর্তব্যরত ইমারজেন্সি চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।নিহত মাসুদ প্যাদা চর ব্রামন্দী এলকার বুলু প্যাদার ছেলে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত