মাদারীপুরে স্ত্রী হত্যার ২৬ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

    শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২২ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:২৫

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মামলার ২৬ বছর পর স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার সকাল বেলা ১টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসাইন এ রায় দেয়। তবে মামলার আসামী স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর রাতে মাদারীপুরের শিবচর উপজেলার রাম রায়কান্দি এলাকার মিলানী রানী পালকে শ্বাসরোধ হত্যা করে হত্যা করে তার স্বামী গোবিন্দ্র চন্দ্র পাল। পরের দিন সকালে স্বামী পালিয়ে গেলে শিবচর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে একই মাসের ৯ ডিসেম্বর স্বামীকে আসামীকে হত্যা মামলা দায়ের করেন শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন। পরবর্তীতে ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারী স্বামীকে দোষী করে চার্জশীট দালিখ করেন একই থানার এসআই নাজমুল হক। এঘটনায় স্বামী পলাতক থাকায় সাক্ষীদের জবানবন্দি শেষে দীর্ঘ ২৬ বছর পরে রায় দেয়া হয়। জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো. ইসমাইল হোসাইন মামলার রায় দেন। রাতে আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড, সেই সাথে ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়। রায়ে রাষ্টপক্ষ ও নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত