মাদারীপুরে শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

  শফিক স্বপন  মাদারীপুর 

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ১৯:১৯ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭

মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা খাতুন স্বোচ্ছায় অবসরে চলে যাওয়ায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা আছমত আলী খান অডিটরিয়ামে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়্যেদাতুন নেছা রুপা, ইন্সট্রাক্টর মো. হেমায়েত হোসেন। শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন লিয়াকত হোসেন, মাহবুবে আলম, মো. হাবিবুর রহমান, আবু তালেব বেপারী, লুৎফর রহমান, গোলাম মাওলা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মো. রাসেল আকন্দ। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত