মাদারীপুরে শরু কোভিড-১৯ টিকাদান কার্যক্রম 

  শফিক স্বপন, দারীপুর প্রতিনিধি

প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ১৫:২৩ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ১০:৩৯

শনিবার সকালে মাদারীপুরের ৫০ টি ইউনয়ন ও ২ টি পৌরসভায় ২৫ বছরের উর্দ্ধে নাগরিকদের মাঝে টিকাদান কার্যক্রম তরমুগরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে।

মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ এর সার্বিক ব্যবস্থপনায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শনে এসে উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ  সফিকুল ইসলাম,  মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদ মুন্সী, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষণ দে, মাদারীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইদুর বাসার টফি প্রমুখ।

জানাযায়, আজ ৭ আগষ্ট  থেকে প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ২৫ বছরের উর্দ্ধে নাগরিক জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি জমা দিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করবেন। বাকী ১০ টি ইউনিয়নে আগামীকাল সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত