মাদারীপুরে যুবলীগের নেতাকর কুপিয়ে যখম

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০০

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে এক লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতদের আক্রমণে আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান।

আহত মো. আজাদ হাওলাদারের বাড়ি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রামে। তিনি উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজাদ হাওলাদারের স্বজ‌নরা জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য ভোরে মাছ কিনতে অটোরিকশায় করে ভাঙ্গা যাচ্ছিলেন আজাদ। এ সময় স্থানীয় দুই মাছ বিক্রেতা ও তার ভাই রকিব হাওলাদার সঙ্গে ছিলেন।

ভোর ৪টার তাদের অটোরিকশা পুলিয়া এলাকার কাছাকাছি গেলে ৮/১০ জন ডাকাত তাদের পথ রোধ করে। এ সময় তারা আজাদকে কুপিয়ে জখম করে তার সঙ্গে থাকা ১ লাখ দশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ ছাড়া অটোরিকশায় থাকা বাকিদেরও পিটিয়ে জখম করে ডাকাতদল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্ত্রী নুরজাহান আজাদ জানান, এ ঘটায় তারা থানায় অভিযোগ দিয়েছেন।

ওসি বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় তারা অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত