মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৭ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ২০:৪০

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নৃশংস নির্যাতনের অভিযোগে দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে সদর উপজেলার ঘটকচর বাজারে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার ঘটকচর এলাকার বশির সরদারের ছেলে সোহাগ সরদার কৌশলে তার ভাড়াটিয়া এক প্রবাসীর স্ত্রীকে বাড়ির গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি মোবাইলে ধারণ করে পরে ভিডিওটি দেখিয়ে একাধিকবার ওই নারীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেন।এরপর ১ অক্টোবর সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদারসহ আরও কয়েকজন পরকীয়ার অপবাদ দিয়ে ওই নারীর কক্ষে প্রবেশ করে মারধর করেন। একপর্যায়ে তারা গরম খুন্তি দিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেন। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় নির্যাতিত নারীর মা মুর্শিদা বেগম বাদী হয়ে সোহাগ সরদারসহ সাত জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী নারী বলেন,আমার শরীরের বিভিন্ন জায়গায় ওরা গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে। সোহাগ ও তার পরিবারের সদস্যরা আমার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। আমি সরকারের কাছে তাদের বিচার চাই। আমার দাবি—ওদের ফাঁসি দেওয়া হোক, যাতে আমার মতো আর কোনো নারীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত