বাম্পার ফলনের আশা

কাউনিয়ায় পাকা আমন ধানের ঘ্রাণে সোনালী স্বপ্নে বিভোর কৃষক

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩২ |  আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ২০:৩৯

আমন ধানের ঘ্রাণে ভরে উঠেছে কাউনিয়ার গ্রামীণ জনপদ। মাঠে মাঠে হালকা বাতাসে পাকা ধানের শীষ দোল খাচ্ছে। তা দেখে মন ভরে উঠছে কৃষকের। সেই সাথে রঙিন স্বপ্ন দেখা দিয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি। বর্তমানে অনুক‚ল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে বাম্পার ফলন আশা করছেন চাষিরা। মাঠজুড়ে সোনালী ধানের শীষর দোল দেখে কৃষকদের মন আনন্দে ভরিয়ে তুলছে। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মাঠে মাঠে আমন ধানের সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে সোনালী ধানের শীষে ঝলমল করছে হাজারো কৃষকের স্বপ্ন। দখিনা বাতাসে ধানের শীষ দুলছে। চারদিকে এক নয়নাভিরাম দৃশ্য। নতুন ফসল ঘরে উঠবে এমন আশায় কৃষকের মনে দোলা দিচ্ছে এক অনাবিল আনন্দ। রংপুরের কাউনিয়ার কৃষক-কৃষাণীরা সোনালী ফসল গোলায় তোলার স্বপ্নে বিভোর। দেশের খাদ্য ঘাটতি প‚রণে অন্যতম উপজেলা কৃষি ভান্ডার নামে খ্যাত রংপুরের কাউনিয়ায় গ্রাামের পর গ্রাম, মাঠের পর মাঠ জুরে হিমেল হওয়ায় দোল খাচ্ছে হাজারো কৃষকের স্বপ্ন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স‚ত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১১ হাজার ৪৭৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩৮হাজার ২৭৯ মেঃটন। রাজিব গ্রামের কৃষক মোহসিন জানান, এবার ধান চাষাবাদে দ্বিগুণের বেশি খরচ গুণতে হয়েছে। সেচের পানিতে রোপণসহ, বাড়তি দামে সার কীটনাশক ব্যবহার ইত্যাদি কৃষকদের মড়ার উপর খাড়ার ঘায়ের মতো হয়ে আছে। উৎপাদন খরচ, দাম এসব নিয়ে ভাবনা থাকলেও আশার আলো দেখছেন কৃষকরা। কিছুটা প্রাকৃতিক দুর্যোগ থাকলেও কৃষকরা অনেকটাই স্বস্তিত্বে। রোপা আমনের ফলন নিয়েও আশাবাদী কৃষি দপ্তর ও কৃষকরা। ঝড় বৃষ্টির ঝুঁকি থাকা সত্তে¡ও, কৃষকরা আশা করছেন শেষ পর্যন্ত আবহাওয়া অনুক‚ল থাকবে এবং তারা তাদের স্বপ্নের ফসল গোলায় তুলতে পারবেন। নিলাম খরিদা সদরা গ্রামের কৃষক সাখাওয়াত খাঁ, গদাই গ্রামের শাহজাহান মন্ডল জানান, চলতি মাস থেকেই তারা ধান কাটা শুরু করবেন। ধান কাটা শেষ হলেই সেই জমিতে আগাম জাতের আলু, ভ‚ট্টা, মরিচ চাষের প্রস্তুতি নিচ্ছেন। এ মাসের শেষে পুরোদমে রোপা-আমন কাটা-মাড়াই শুরু করবেন তারা। তবে ফরিয়া বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতায় ফসলের কাংখিত ম‚ল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর, যা তাদের আশা ও প্রত্যাশা অনেক গুন বাড়িয়ে দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার জানান, মৌসুমের শুরুতে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় আমন রোপন কিছুটা দেরীতে শুরু হলেও বর্তমানে মাঠে ফসলের অবস্থা অনেক ভাল। আবহাওয়া অনুক‚লে থাকলে বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত