মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

  এসআর শফিক স্বপন,মাদারীপুর :

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০২:২৬

মাদারীপুরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে অর্ধশত।

বিভিন্ন সুত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের একটি পাগলা কুকুর রবিবার সকালে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। এরপর পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক মানুষকে কামড়িয়ে গুরুতর জখম করে। কুকুরের কামড়িয়ে কমপক্ষে ৫০ জনকে গুরুতর জখম করার ফলে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অনেকেই কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লে চিকিৎসা নিয়েছেন।

হোগলপাতিয়াা গ্রামের শামীম নামে একজন কুকুরের কামড়ে আহত রোগী জানান, কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকেসহ আমার আশেপাশের আরো ১০-১৫ জনকে কামড়ায়। হাবিব নামে আরেক রোগী জানান, পাগলা কুকুরটির সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না। তানিয়া নামে এক রোগী জানান, একটি পাগলা কুকুরের কাছে আমরা অসহায়। কামড়ে মাংস ছিড়ে ফেলছে। এই কুকুরটাকে মেরে ফেলা উচিত।

মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ জানান, কুকুরে কামড়ে অর্ধশত রোগী এখানে চিকিৎসা নিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেকেই ভর্তি করা হয়েছে। কুকুরে কামড়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে সবাইকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত