মাদারীপুরে পরিস্কার পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষকী পালিত

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৩৭ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ২০:০০

মাদারীপুরে পরিস্কার পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষকী পালিত এসআর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে পরিস্কার পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। সকাল ১১ টায় মাদারীপুর শহরের প্রানকেন্দ্র শকুনী লেকেরপাড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যদের অংশ গ্রহণে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। পরে লেকেরপাড় পরিবেশ রক্ষানার্থে লেকেরপারে সবুজ বনায়নের জন্য বৃক্ষ রোপন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন কলেজের সাবেক ভিপি, মাসুদ পারভেজ ,সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার,ইলিয়াস মুন্সী ইরাদ প্রমুখ।
এ কর্মসুচীর আওতায় জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় শতাধিক বৃক্ষ রোপন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত