মাদারীপুরে নদীগর্ভে বিলীন সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় হাজার মানুষ

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ২২:৩২

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের একাংশ কুমার নদে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব না হলে পাশের বিলের কয়েকশ হাজার একর জমির আমন ধান নষ্ট হয়ে যাবে। এছাড়াও যে কোনো মুহুর্তে সড়কটির পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে কাজ করছে কর্তৃপক্ষ।

পানি উন্নন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান নামক স্থানে প্রায় ৩০০ মিটার পাকা সড়কের একাংশ কুমার নদে বিলীন হয়ে গেছে। সড়কটি ব্যবহার করে এই অঞ্চলের কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা শহরে যাতায়ত করে। এছাড়াও সড়কটি কুমার নদের বেড়ি বাঁধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। ভাঙ্গন প্রতিরোধ করা না গেলে অল্প সময়ের মধ্যে পুরো সড়কটি নদে বিলীন হয়ে যেতে পারে। সড়কটি পুরো বিলীন হয়ে গেলে বিদ্যানন্দী বিলের হাজার হাজার একর জমির ধান নদের পানিতে তলিয়ে যাবে। দ্রুত ভাঙ্গন প্রতিরোধের দাবি স্থানীয়দের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত