মাদারীপুরে দুদক'র সমন্বিত কার্যালয় উদ্বোধন
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১৫:২৯ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৩
মাদারীপুরে দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা অফিসের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে অবস্থিত সমন্বিত সরকারি অফিস ভবন কার্যালয়ে এই অফিসের উদ্বোধন করা হয়।
ফুলেল শুভেচ্ছার পর জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন করে এবং বেলুন উড়িয়ে কার্যালয় উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে ভবনেরর অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান। মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদক (তদন্ত ১) মহাপরিচালক রেজানুর রহমান, দুদক (আইসিটি ও প্রশিক্ষণ) মহাপরিচালক এ কে এম সোহেল, শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, মাদারীপুরের জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত