মাদারীপুরে জেলা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৪:৪৪
দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষন ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে মাদারীপুরে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর বিকাল ৪ টায় মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে এবং সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রনমান মুরাদ, মোঃ বাবুল হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী শিকদার, জেলা আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাডঃ গোলজার আহম্মেদ মস্তফা চিস্তী, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, রফিকুল ইসলাম মাতুব্বর, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শিকদার মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সঋাপতি রাশেদুজ্জামান খান রাসেল, শ্রমিকদল নেতা এ্যাডঃ শামীম মিয়া, সেলিম মুন্সি, যুবনেতা শাহিন মজুমদার, নাহিদ খান, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির, সদস্যসচিব কামরুল হাসান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত