মাদারীপুরে জাতীয় শ্রমিকলীগের আয়োজনে মহান মে দিবস পালিত
প্রকাশ: ১ মে ২০২৪, ১৯:২৪ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬
‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বুধবার মাদারীপুরে পালন করা হলো মহান মে দিবস।
জাতীয় শ্রমিকলীগ মাদারীপুর জেলা শাখা আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী পুরানবাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান। এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আসিবুর রহমান খান, জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু হাওলাদার, কাউন্সলর সাইদুল বাশার টফি প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের জেলার সভাপতি জয়নাল আবেদিন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার। পরে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি পালন করছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত