মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০ |  আপডেট  : ১৬ মে ২০২৪, ০৮:৫৮

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৩ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সদর উপজেলার মস্তফাপুর ও মঠেরবাজার এলাকার মৎস্য আড়তে একটি যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ১৮০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রির ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে মো. শাহ-আলম (৪৫), নূরু দর্জি (৪৫) ও এমদাদ বয়াতী (৪৭) নামে তিন মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সদর  উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, জাটকা ইলিশ রক্ষায় গেল ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা অভিযান চালিয়ে বিপুল জাটকা জব্দের পাশাপাশি ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত রাখা হবে। অভিযানে জব্দকৃত ৫ মণ জাটকা জব্দ করে স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত