মাদারীপুরে কিস্তির টাকা নিয়ে শংকিত দিনমজুর

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১৫:৩৩ |  আপডেট  : ৯ এপ্রিল ২০২৪, ০১:০৫

সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে মাদারীপুরের রাস্তা-ঘাটে বেড়েছে জনসমাগম এবং যানবাহন। আজও লকডাউন মানাতে পুলিশের তৎপরতার লক্ষ্য করা গেছে। তবে কিস্তির টাকার পরিশোধ নিয়ে শংকিত নিস্ন আয়ের মানুষ। 

শহর ঘুরে দেখা গেছে, আস্তে আস্তে মানুষের মধ্যে লকডাউন না মানার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।  রাস্তা-ঘাটে জনসমাগম বেড়েছে।  সবজি ও মাছ-মাংসের দোকানগুলোতেও রয়েছে স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটার ভীড়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়াও খোলা রয়েছে বিভিন্ন দোকান-পাট। গণপরিবহন বন্ধ থাকলেও অন্যান্য যানবাহনও ছিল তুলনামূলক বেশি। 

নিস্নআয়ের মানুষের অভিযোগ তাদের কাজে বের হতে দিচ্ছে না পুলিশ। কিন্তু কিস্তির টাকা আদায়ের জন্য এনজিও কর্মীরা তাদের চাপ দিচ্ছে। এখন না খেয়ে ও কিস্তির টাকার জন্য দিশেহারা এসব তারা। সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন এসব শ্রমজীবী মানুষেরা। 

অপরদিকে, শহরের আজও মোড়ে মোড়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ। কঠোর অবস্থান থেকে মানুষকে লকডাউন মানানোর পাশাপাশি মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত