৫ইউনিয়নের ২০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের

মাদারীপুরে আড়িয়াল খা নদের ওপর সেতু নির্মানের দাবী   

  এসআর শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪

মাদারীপুরে আড়িয়াল খা নদের ওপর সেতু নির্মাণ না হওয়ায় প্রায় লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । আড়িয়ালখাঁ নদের উপর লঞ্চঘাট এলাকায় একটি সেতু না থাকায় ৫ ইউনিয়নের ২০ গ্রামের মানুষ মাদারীপুর জেলা সদরের সাথে বিচ্ছিন্ন জীবনযাপন করছে। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, মহিষেরচর, ছিলারচর, কালিকাপুর ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত শিক্ষার্থী,  রোগীসহ সব ধরনের মানুষকে জেলা সদরে যাতায়তে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের এই  দুর্ভোগ লাঘবের জন্য নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবী করে আসছেন দর্ঘিদিন ধরে।  স্থানীয়রা এই দুর্ভোগ  থেকে রক্ষা  পেতে  সেতু নির্মাণের দাবিতে বেশ কয়েকবার মানববন্ধনও করেছেন । এই এলাকার সাথে জেলা সদরের মধ্যে  যোগাযোগের একমাত্র মাধ্যম  নৌকা। এতে করে চরম দুর্ভোগ  পোহাতে হয় শিক্ষার্থী,  রোগীসহ সব ধরনের মানুষকে। নদীর এক পাড়ের মানুষ জরুরি প্রয়োজনেও সহজে অপর পাড়ে  যেতে পারছে না।  রাতের বেলায় নৌকাও থাকে না। এখানে একটি সেতু নির্মান হলে জেলা সদওে পৌছাতে সময় লাগে মাত্র ২০ মিনিট। অথচ সেতু না থাকায় ২ ঘন্টা সময় ব্যয় করে বহুদুর ঘুরে যাতায়াত করতে মারাত্মক সমস্যার সন্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। 

কালিকাকপুর ইউনিয়নের ষাটোর্ধ  আ: রহিম মোল্লা জানান, এখানে একটা সেতু অতীব জরুরী। সব জায়গায় সেতু হয়েছে অথচ আমা এতোই দুর্ভাগা যে যাতায়াতের জন্য বাবা দাদার আমল থেকে এ পর্যন্ত কোন সরকারই এখানে সেতু নির্মাণ করে আমাদের কষ্ট লাঘব করছে না। 

স্কুল পড়–য়া ১৫ বছরের কিশোরী জান্নাত জানান, এখানে সেতু অভাবে আমরা ঠিক সময় মতাে লেখাপড়া করতে পারি না। নদীর এপাওে এসে অনেক সময় খেয়ার জন্য অপেক্ষা করতে হয়। এতে করে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। জরুরীভিত্তিতে এখানে একটি সেতু নির্মাণ জরুরী। 

মহিষেরচর এলাকার পান্নু হাওলাদার বলেন এখানে একটি সেতু নির্মাণ হলে আমাদেও উৎপাদিত কৃষিপন্য দ্রুত আমরা শহরের বিভিন্ন  বাজারে পৌছে অধিক মুনাফা অর্জন করতে পারি। কৃষিপন্য আমদানী-রফতানিতে এখানে সেতু অতীব জরুরী। 
মাদারীপুরের জেলা রপ্রশাসক ইয়াছমিন আক্তার জানান, দ্রুত এ সমস্যা সমাধান হচ্ছে ।  তিনি বলেন শিঘ্রই ওই স্থানে সেতু নির্মাণ করা হবে।

এই স্থানে সেতু নিমাণ হলে মাদারীপুর জেলার সাথে ৫ ইউনিয়নের জীবন যাবন আরো উন্নয়ন এবং কৃষিপন্যসহ জেলার মান উন্নয়নে সহায়ক হবে বলে এলাকাবসীর  মনে করেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত