১৩১টি পূজামন্ডপে ভক্তরা জড়ো হয়ে দেবী দুর্গাকে বরণ
মহাষষ্ঠী দিয়ে আজ থেকে দুর্গাপূজার সূচনা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৪

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই মুন্সীগঞ্জ সিরাজদিখানের সন্তোষপাড়া দাসপাড়া মাতৃভক্তি পূজা মন্ডপসহ উপজেলার ১৩১টি পূজামন্ডপে ভক্তরা জড়ো হয়ে দেবী দুর্গাকে বরণ করে নেন। সন্তোষপাড়াসহ উপজেলার ১৪টি ইউনিয়নেই উৎসবমুখর পরিবেশে চলছে পূজা উদযাপনের প্রস্তুতি ।
মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী কয়েকদিন ভক্তরা মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমীতে নানা আচার-অনুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।
পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি পূজামন্ড পগুলোতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা আয়েজনের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবকে বর্ণিল করে তুলেছেন আয়োজকরা।
সাথী সমাজকল্যান সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক লতা মন্ডল বলেন,বছরব্যাপী অপেক্ষার প্রহর শেষে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন- শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্রমতে দুষ্টের বিনাশ ও সৃষ্টের পালন করতে বছর ঘুরে আবারো দুর্গতিনাশিনী দশভুজা ‘মা দুর্গা’ এসেছেন ধরায়। আজ মহাষষ্ঠী। ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুর ধ্বনির মাধ্যমে বেল গাছের নিচে পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।
সিরাজদিখান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ বলেন,মহালয়া থেকেই দুর্গোৎসবের সূচনা হলেও, শাস্ত্রমতে দুর্গাপুজো শুরু হয় মহাষষ্ঠী থেকে। আজ, রবিবার সেই মহাষষ্ঠী। দেবীর বোধনের দিন। আজই দেবীর প্রাণ প্রতিষ্ঠা। পুরাণ অনুযায়ী, দেবীপক্ষে ষষ্ঠীর দিনই রামচন্দ্র দেবী দুর্গার বোধন করেছিলেন। সেই থেকে চলে আসছে ষষ্ঠীর বোধনের এই প্রথা। হিন্দু রীতি অনুসারে, পঞ্চমীর সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র উচ্চারিত হয়। এরপর শুরু হয় ষষ্ঠীর পুজো। শাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা সপরিবারে মর্ত্যে আগমন করেন। ষষ্ঠী থেকেই শুরু হয় মূল আচার-অনুষ্ঠান। প্রথমে দেবীর মুখ উন্মোচন হয়, তারপর বোধন। বোধন শব্দের অর্থ জাগ্রত করা। এই রীতির মাধ্যমে দেবীকে মর্ত্যে আহ্বান জানানো হয়। ষষ্ঠীর সকালে কল্পারম্ভের মধ্য দিয়ে দুর্গার বোধন শুরু হয়। এবার সিরাজদিখানে ১৩১টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা প্রত্যাশা করছেন শান্তি, সমৃদ্ধি ও শুভ শক্তির বিজয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত