মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ |  আপডেট  : ২৯ মে ২০২৪, ২৩:৪২

মহান বিজয়েরর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। রবিবার দুপুরে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ,খালেক,মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,জেলা শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম, গাংনী পৌর সভার মেয়র,আহাম্মদ আলী,মেহেরপুর জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ চন্দ্র রায় প্রমুখ। সভায় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত