ভারতে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৮ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৪
ভারতে ঝাড়খণ্ডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ধানবাদ শহরে অবস্থিত ভবনটিতে আগুন লেগে ১৪ জন মারা গেছেন।
ধানবাদের উপ-কমিশনার সন্দ্বীপ কুমান জানান, সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুন লাগে। ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতরভাবে দগ্ধ। আহতদের মেডিক্যালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ। তবে হতাহতের সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। পুলিশ এবং দমকল বিভাগ যৌথভাবে কাজটি করবে।
অগ্নিকাণ্ডের বিষয়ে এ পুলিশ কর্মকর্তা দাবি করে বলেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ভেতরে আটকে পড়াদের যেভাবেই হোক দ্রুত বের করে আনা। আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছি। তবে আমরা ফাইনাল চেক দিচ্ছি।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সূত্র: এনডিটিভি
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত