ভারতের বন্যা ও আমাদের আগাম সর্তকতা
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:৫৬ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৪
ভারী বর্ষণ এবং বন্যার কারণে উত্তর ভারতের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে এবং ভূমিধস এবং আকস্মিক বন্যার ফলে সেতু এবং ভবনগুলি ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হিমালয় রাজ্য হিমাচল প্রদেশ, যেখানে বছরের এই সময়ে গড় বৃষ্টিপাতের চেয়ে ১০ গুণেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। স্কুল বন্ধ করা হয়েছে এবং বাসিন্দাদের শুধুমাত্র প্রয়োজনে তাদের বাড়ি ছেড়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। দিল্লির রাজধানী সহ অনেক এলাকার রাস্তা হাঁটু-গভীর জলে নিমজ্জিত হয়েছে এবং আদালত বন্ধ করা হয়েছে । বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি, যেমন হিমাচল প্রদেশে, স্বাভাবিক বৃষ্টিপাত প্রায় আট মিলিমিটার হত, কিন্তু রবিবার তা ছিল ১০৩.৪ মিলিমিটার। রবিবার দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা ৪০ বছরের মধ্যে জুলাই মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।
ভারতের আসাম রাজ্যে চলমান বন্যা, ১৪ জুন ২০২৩ থেকে ২০টি জেলার ছড়িয়ে পরে এবং ১০০০০০ জনের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৪ জুন ২০২৩ সালের দিকে ভারী বৃষ্টিপাতের পর বন্যা শুরু হয়েছিল। উত্তর লখিমপুর ১৫ জুন ১৬৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে। এ সময় লখিমপুর জেলার নওবোইচা শহরে সিংড়া নদীর তীর ভেঙে যায়। ১৫ জুনের মধ্যে বিশ্বনাথ, কাছাড়, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, সোনিতপুর, তিনসুকিয়া এবং উদালগুড়ি জেলা জুড়ে আরো ৩৩০০০-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারি বর্ষণে রাজ্য জুড়ে নদীর জলস্তর বেড়েছে। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশন (CWC) জানিয়েছে যে নদীগুলি কমপক্ষে ৬টি স্থানে বিপদের উপরে এবং ৮টি স্থানে সতর্কতা স্তরের উপরে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত নদীগুলি হল ধুবড়ি এবং তেজপুরে ব্রহ্মপুত্র, বেকি, বুড়িডিহিং এবং গোলকগঞ্জের সংকোশ। ভুটান সীমান্তবর্তী পশ্চিম আসামের জেলাগুলিকে অতিরিক্ত জল ছাড়ার পরে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর সিকিম জেলায় আকস্মিক বন্যা রাস্তা বন্ধ হয়ে যায়। গত মাসে ১৯ মে ২০২৩ সালে সিকিমের লাচেন, লাচুং এবং চুংথাং-এ ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়। মেঘালয়ে, ১৭ জুন ২০২৩ ভারী বৃষ্টির কারণে পশ্চিম খাসি পাহাড় জেলায় একটি ভূমিধসের ঘটনা ঘটে। ৪৫ বছরের রেকর্ড ভেঙ্গে শুক্রবার যমুনা নদীর পানির স্তর ২০৮.২৫ মিটার হয় । যা ১৯৭৮ সালে তার সর্বকালের রেকর্ড ২০৭.৪৯ মিটার কে ছাড়িয়ে যায়।
আসামকে বরাক নদীর উজান হিসাবে বিবেচনা করা হয়, যা বাংলাদেশের দুটি প্রধান নদী-সুরমা এবং কুশিয়ারা-তে বিভক্ত। বরাক থেকে উপচে পড়া পানি বাংলাদেশের দিকে, বিশেষ করে হাওর বা পেছনের জলাভূমিতে চলে যাওয়ার প্রবণতা রয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চল, যার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা রয়েছে, তাকে পশ্চাৎ জলাভূমি অঞ্চল হিসাবে বিবেচনা করা হয়। উজান থেকে ভারী বর্ষণের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানির উচ্চতা উল্লেখযোগ্য মাত্রায় বাড়তে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু অংশে পানি বৃদ্ধি পেতে পারে। ফলে আকস্মিক বন্যা হতে পারে। দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র-যমুনা, ধরলা এবং তিস্তাসহ প্রধান নদ-নদীর পানির স্তর বাড়তে পারে। আসাম এবং মেঘালয়ে বন্যার কারণে বাংলাদেশের কিছু অঞ্চলে বন্যা হতে পারে।
এশিয়ার অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্র বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার আগে আসাম রাজ্য জুড়ে ১২৮০ কিলোমিটার (৮০০ মাইল) প্রবাহিত হয়। আসাম ও সিকিম রাজ্যের বেশ কয়েকটি অংশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বাংলাদেশেও বন্যা হতে পারে। সিলেট এবং সুনামগঞ্জের আকস্মিক বন্যা হতে পারে। কারণ ভারতের সীমান্তের ওপারে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে উত্তর-পূর্বের প্রধান প্রধান নদীগুলি দ্রুত পানি বৃদ্ধি পাওয়া। সুনামগঞ্জ, সিলেট ভারতের মেঘালয়ের সংলগ্ন সীমান্তবর্তী এলাকা । গত বছরের জুন মাসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা ফলে, সিলেট ও সুনামগঞ্জের প্রায় সমগ্র প্লাবিত হয়। উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ ও সিলেট জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর জেলায়ও বন্যা হতে পারে। সুতরাং ভারতের বন্যা পরিস্থিতি বিবেচনা করে, আমাদের সর্তক হওয়া উচিত, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।
লেখকঃ কথা সাহিত্যিক , কবি, গবেষক ও প্রাবন্ধিক ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত