ভাঙ্গায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৭ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২১:১৪
ফরিদপুরের ভাঙ্গায় -সোশিও ইকোনোমিক র্ইিন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেট ওয়ার্কার্স অব বাংলাদেশ”- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ’’-শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহন করেন। ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়াম সেমিনার কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদের সভাপতিত্বে কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন কর্মসূচীর জেলা সমন্ময়কারী খালিদ সাইফুল্লাহ,সেক্টর ষ্পেশালিষ্ট মং খি ওয়াং।
সমন্ময়কারী খালিদ সাইফুল্লাহ বলেন,বিদেশ প্রত্যাগতরা অনেকেই স্বাবলম্বী হওয়ার আশায় বিদেশে গিয়ে প্রতারিত হয়ে নিঃ¯^ হয়ে ফিরে আসে। অনেকেই সহায় সম্বল হারিয়ে একেবারে অসহায় হয়ে সমাজ এবং পরিবারের কাছে লা নার শিকার হন। ব্র্যাকের এই কর্মসূচীর আওতায় তাদের পরামর্শ এবং আর্থিকভাবে সাহায্য কিংবা ঋন দিয়ে সহায়তা করে আসছে। জনপ্রতিনিধি কিংবা আর্থিক প্রতিষ্ঠান তাদের পাশে দাড়াতে পারে।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা,প্রবাসী কল্যান ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,ইউপি চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া, আলমগীর খান, প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, কর্মসূচীর সার্বিক তত্তাবধানে ছিলেন রুবেল সর্দার,ফিল্ড অর্গানাইজার মামুনুর রশিদ ,সুবিধাভোগী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত