ভাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে পল্লীসঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫৩
ফরিদপুরের ভাঙ্গায় পল্লীসঞ্চয় ব্যাংক ‘১১০২ নং ভাঙ্গা শাখা’এর উদ্যোগে কর্মসৃজনমূলক কার্যক্রমের আওতায় নভেল করোনায় ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের ১০৪ জন সদস্যের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে ২০২১-২২ অর্থবছরে ৩য় পর্যায়ে কর্মসৃজন,জীবনমান উন্নয়ন এবং তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে তাদের মাঝে মোট ৫২ লক্ষ টাকা বিতরণ করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংক ভাঙ্গা শাখার আয়োজনে উপজেলা প্রশাসন আয়োজনে সেমিনার কক্ষে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন । প্রতিষ্ঠানের মাঠসহকারী জিন্নাত আলীর সঞ্চালনায় ব্যাংকের কার্যক্রম,ঋণ বিতরণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন । এ সময় কাজে বিশেষ অবদান রাখায় মাঠ সহকারী জাহিদুল ইসলামকে সেরা মাঠসহকারী হিসেবে সনদ প্রদান এবং ১০ হাজার টাকা পুরুস্কৃত করা হয়
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত