ভাঙ্গায় ইয়াবাসহ যুবক আটক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০ | আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা থেকে মো: কাওসার শেখ (২০) নামে এক যুবককে ইয়াবা সহ আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮ টার দিকে ২০০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের বামনকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ।
ভাঙ্গা থানার এস.আই আজাদ জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে টহল ডিউটি দেওয়ার সময় এক যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করি,তল্লাশি করার এক পর্যায়ে তার কমরে থাকা প্যাকেট হতে ২০০ পিছ ইয়াবা উদ্ধার করি ও তাকে আটক করি। এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত