বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েদের মধ্যকার ওয়ানডে সিরিজ
বৈরী আবহাওয়ায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত
প্রকাশ: ২ মে ২০২৩, ১৫:০৬ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০০:৪৬
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েদের মধ্যকার ওয়ানডে সিরিজে বৈরী আবহাওয়ার প্রভাব চলছেই। প্রথম ওয়ানডেতে ৩৬.৪ ওভার খেলা হলেও দ্বিতীয় ম্যাচে একটি বলও গড়ায়নি। ম্যাচ রেফারি কিছুক্ষণ অপেক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করেছেন দ্বিতীয় ওয়ানডেও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে। তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৪ মে। প্রথম দুই ওয়ানডের মতো শেষ ম্যাচের ভেন্যুও পি সারা ওভাল। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৯ মে প্রথম টি-টোয়েন্টির দুই দিন আগে ৭ মে হবে একটি প্রস্তুতি ম্যাচ। এরপর ৯, ১১ ও ১২ মে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
সূচি:
তৃতীয় ওয়ানডে- ৪ মে
প্রথম টি-টোয়েন্টি- ৯ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি- ১১ মে
তৃতীয় টি-টোয়েন্টি- ১২ মে।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আখতার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত