বৈরি আবহাওয়ায় নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১৩:২১ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:০৪

বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চত করেছেন শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।

তিনি বলেন, বাতাসের কারণে যে পর্যন্ত নদী উত্তাল থাকবে, সেই পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে ১০০ থেকে ১৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে গত কয়েক দিনের ন্যায় আজও ঢাকায় ফিরেছিরেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ।

এ সময় ফেরিতে গাদাগাদি করে পারাপার হওয়া যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত