বেগম খালেদা জিয়ার বিদায়ে শোবিজে শোকের ছায়া

  নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৬, ১৯:২২

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবরে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। 

রাজনীতির পাশাপাশি ঢাকাই বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় স্মরণ করেছেন তাকে। বেগম খালেদা জিয়ার প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন তারকারা। 

দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, ফেসবুকে লেখেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি । শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি । তাঁর পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা । মহান আল্লাহ সকলকে শোক সইবার শক্তি দান করুন ।”

অভিনেতা আরিফিন শুভ গভীর শোক প্রকাশ করে লিখেছেন, “দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায়—দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।”

নগরবাউল জেমসের ফেসবুকে লেখা হয়েছে, “শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন, আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

আপসহীন নেত্রী খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, ‘তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শোক ও সমবেদনা প্রকাশ করে এই উপস্থাপক আরও লেখেন, ‘তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাবহ পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। 

চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।

চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।

চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে খালেদা জিয়াকে স্মরণ করে লেখেন, “তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে…।”

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে খালেদা জিয়ার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন গায়িকা দিলরুবা খান। সেখানে তিনি জানান―ইতিহাসে একজন নেত্রী হিসেবে থাকবেন খালেদা জিয়া, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।

দিলরুবা খান লিখেছেন, ‘চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপসহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন, আর একজন মানবিক মানুষ হিসেবে তিনি অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তার স্মৃতি ও অবদান জাতি কোনোদিন ভুলবে না।’

এ গায়িকা তার পোস্টে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি, যার মধ্যে একটি আক্ষেপ আমার আজীবন থেকে গেল। ২০০৩ সালে ২৭ সেপ্টেম্বর, তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে জিসাস প্রদত্ত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’ গ্রহণ করেছিলাম। সেই মুহূর্তটি আমার জীবনের এক অনন্য গৌরব।’

তিনি আরও লিখেছেন, ‘আপনি সেদিন স্নেহভরে বলেছিলেন যে, সময় করে তোমার কাছ থেকে “পাগল মন” আর “রেললাইন বহে সমান্তরাল” এই দুটি গান শুনব। আমার দুর্ভাগ্য যে, আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না।’

সবশেষ ‘রেললাইন বহে সমান্তরাল’, ‘ভ্রমর কইয়ো গিয়া’র মতো মাইলফলক ছোঁয়া গানের গায়িকা লিখেছেন, ‘আপনি চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আর আপনার সাহসী নেতৃত্ব আমাদের পথ দেখিয়ে যাবে। ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।’

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেয়া এক পোস্টে বান্নাহ লেখেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে শান্তিতে রাখুক।” তার এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং অসংখ্য মানুষ এতে শোক ও দোয়ার বার্তা যোগ করছেন।

আপোসহীন এই নেত্রীর মৃত্যুতে জয়া আহসান তার ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করেছেন।

‘খালেদা জিয়ার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য’
জয়া আহসান লেখেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।’

খালেদা জিয়ার সাহসী নেতৃত্বের কথা মনে করে লেখেন, ‘সামরিক–শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তাঁর সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো।’

সর্বশেষ এই সাহসী নেত্রীর অনন্ত যাত্রার শান্তি কামনা করে লেখেন, ‘তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।’

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী নাম। ব্যক্তিগত শোক থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক লড়াই-সবখানেই তার দৃঢ়তা তাকে আলাদা করে চিহ্নিত করেছে।


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান। একটি ছবি পোস্ট করে শিল্পী খালেদা জিয়ার মৃত্যুকে এক মহাকালের সমাপ্তি হলো বলে উল্লেখ করেছেন।

কনকচাঁপা লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।

এই সংক্ষিপ্ত অথচ গভীর শোকবার্তায় শিল্পীর অনুভূতির প্রতিফলন ঘটেছে। তার স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং কনকচাঁপার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা। আল্লাহ তাকে জান্নাত দান করুন।

Advertisement

Advertisement
নির্মাতা আশফাক নিপুন লেখেন, আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। প্রতিকূল পরিস্থিতির মাঝেও আপনি ছিলেন অবিচল। এই জাতি আপনাকে স্মরণ করবে।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে আলাদা করে চিহ্নিত হয়ে থাকবে। তার অবদান ভুলে যাওয়ার নয়।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লিখেছেন, বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। নির্মাতা রেদওয়ান রনি তার শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও আশনা হাবিব ভাবনাও তার প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার স্মৃতি স্মরণ করে আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়াও অভিনেতা আরশ খান, পিয়া জান্নাতুলসহ আরও অনেক অভিনয়শিল্পী ও নির্মাতা শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত