বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ৫ অক্টোবর ২০২২, ১০:০৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩
যুক্তরাজ্য সফর ও জাতীসংঘের সাধারণ সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বৃহস্পতিবার বিকাল চারটায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সাধারণত কোনো দেশ সফর করে আসার পর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সেখানে সফর সংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়া সফর সংশ্লিষ্ট ছাড়াও সাংবাদিকের নানা প্রশ্নের উত্তর দেন।
দুই দেশ সফর শেষে ৬ অক্টোবরের সংবাদ সম্মেলনেও সফর নিয়ে কথা বলার পাশাপাশি নানা প্রশ্নের জবাবও দেবেন বঙ্গবন্ধুকন্যা।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে লন্ডনে যান প্রধানমন্ত্রী।
রানির শেষকৃত্যে যোগদান শেষে গত ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। নিউইয়র্কে অবস্থানকালে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন তিনি। এছাড়া অংশ নেন জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অনুষ্ঠানেও। দুই দেশে ১৮ দিনের সফর শেষে গত সোমবার রাতে দেশে ফেরেন সরকারপ্রধান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত