বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৬ |  আপডেট  : ৪ অক্টোবর ২০২৪, ১৩:২৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন সাবেক এই ক্রিকেটার।  

সুজনের সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে যুবাদের দলটি। এছাড়াও জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত