বিসর্জন

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১৩:২৭ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৩৭

তারিক ইমাম
--------------------


পতঙ্গরা ঝাপিয়ে পড়বে আগুনে, 
এবার আরো একবার পতঙ্গরা ঝাপিয়ে পড়বে আগুনে,
দাউ দাউ করা স্ফুলিঙ্গের লালায়িত জিহ্বা 
লকলকিয়ে বেড়ে উঠবে সরীসৃপের মতো, 
নিঃশ্বাস গুলো অবাক হয়ে তাকিয়ে থাকবে, 
আর নির্লজ্জ বেহায়া শুয়োর প্রকৃতির কামনা গুলো 
নপুংসক হয়ে আবর্জনার স্তুপে নাক গুঁজে 
স্রাবের গন্ধময় স্যাঁতস্যাঁতে ঘ্রাণ নেবে, 
হা-ভাতারীর আঁচলে জঞ্জাল ময় পৌরুষের আরেকবার জন্ম হবে, 
পুরুষ আর পৌরষত্বের হবে কার্ত্তিক মাস  
তখন আরো এবার পতঙ্গরা ঝাপিয়ে পড়বে আগুনে,
তখন আরো একবার বেশ্যার বসনে লগবে ফাল্গুনের রঙ,

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত