বিশ্ব পানি দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ২০:০৭ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪২
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার (০৪ মার্চ) বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হাফিজ আল আসাদ, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. শাহ আলম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, উপকুলীয় এলাকায় জলবায়ু বিপর্যয়ের ফলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। একদিকে মিষ্টি পানির সংকট, অন্যদিকে ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বৃদ্ধির ফলে উপকুলের প্রান্তিক মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা অত্যান্ত জরুরী।
র্যালী আলোচনা সভায় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহন করেনে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত