বিশ্ব পরিবেশ দিবসে বাগেরহাটে র‌্যালী

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ৬ জুন ২০২২, ১০:৫১ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫০

“প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন, একটাই পৃথিবী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (০৫ জুন) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হন র্যা লীতে অংশগ্রহনকারীরা। 

আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোন্দকার রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহমুদ হাসান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল,  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত হোসেন,  প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহ প্রমুখ।

আলোচনা সভায়. স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত