বিশ্ব জলাতঙ্ক দিবস পালনে পঞ্চগড়ে শোভাযাত্রা ও ভ্যাক্সিনেশন কর্মসূচি পালিত   

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ২১:২৪

"জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে" এই ২৫০ প্রতিপাদ্য নিয়ে রবিবার (সেপ্টেম্বর)পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অফিস কর্তৃক শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে কুকুর,বিড়ালের টিকা প্রদান কর্মসূচীর আয়োজন করে। জেলা প্রাণি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। পরে জেলা প্রাণিসম্পদ হাসপাতালের হলরুমে   আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক ডা. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, বোদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হালিম, দেবীগঞ্জ উপজেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবীর, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, খামারী আব্দুর রহিম ও ফারিন ফার্মেসী অ্যান্ড এনিমেল হেলথ এক্সপ্রেস মালিক তৌহিদুল ইসলাম তুহিন বক্তব্য রাখেন। এসময় ভ্যাক্সিনেশনের জন্য বিনামূল্যে ২৫০ টি টিকা প্রদান করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসেন।

বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মরণব্যাধি, যা প্রাণি থেকে মানুষে ও প্রাণিতে সংক্রমিত হতে পারে। কুকুর, বিড়াল, বানর, বেজী, শিয়াল কামড় বা আঁচড়ে এ রোগটি সংক্রমিত হয়। বর্তমানে বিশ্বে বছরে ৫৯ হাজার মানুষ এ রোগে মারা যায়। বিখ্যাত ফরাসী অণুজীব বিদ লুইপাস্তুর ১৮৮৫ সালে সর্বপ্রথম জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন, যার মাধ্যমে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এই অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে গ্লোবাল এলায়েন্স ফর র‌্যাবিস কন্ট্রোল নামক সংস্থা কর্তৃক তার মৃত্যু দিবস ২৮ সেপ্টেম্বরকে বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে  পালিত হয়ে অসছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত