বিধ্বংসী করোনা ঝড়

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১৯:৫২ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩২

নিতাই চন্দ্র দাস
----------------------

দিনগুলো মন চায়না এমন
দফায় দফায় হয় লকডাউন
কলকারখানা বন্ধ হওয়ায়
ছুটছে মানুষ ছাড়ছে টাউন।

দিচ্ছে পাড়ি যাচ্ছে বাড়ি
স্বাস্থ্যবিধির গোষ্ঠী মারি
উদাসী মন ভাবছো কি না
লাশের মিছিল হচ্ছে ভারী।

লকডাউনে হইছে জারি
আইনশৃঙ্খলায় কড়াকড়ি 
নানা প্রকার অজুহাতেই
হরহামেশা চলছে গাড়ি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী 
মোড়ে মোড়ে ধরছে গাড়ি 
যথার্থ না কারণ পেলে
জরিমানায় ভরছে জেলে।

লকডাউনের এই কি নীতি
থাকতে হবে ঘরে স্হিতি
মাস্কপরে স‍্যানিটাইজ করেই
রুখা যায় না মৃত‍্যুভীতি?

বাঙ্গালীতো বীরের জাতি
মাথা নোয়ার নেইকো নীতি
শক্তি সাহস দেখছি মনে 
বৃটিশ খেদাও আন্দোলনে।

বিধ্বংসীর ঐ প্রলয় ঝড়ে
বন্ধু স্বজন যাচ্ছে মরে
বীর বাঙ্গালীর স্রোতের ধারায়
আশার প্রদীপ জ্বলবে ঘরে।

স্বজন হারার আর্তনাদে
বিশ্ববাসী অঝোর কাঁদে
ওহে বিধাতা কৃপা কর
দূর হয়ে যাক বিধ্বংসী ঝড়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত