বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউনিয়ায় যুবকের মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

কাউনিয়া উপজেলার চর ঢুষমারা গ্রামে মোশাররফ হোসেন (২২) নামের এক যুবক শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যবরন করেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে চর ঢুষমারা গ্রামের মোঃ মোস্তাক আহমেদের ছেলে মোঃ মোশাররফ হোসেন (২২) সে এক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী গর্ভবতি হওয়ার কারনে বাপের বাড়িতে অবস্থান করছে। শুক্রবার তার স্ত্রীর ডেলিভেরির তারিখ থাকার কারণে মোশারফের বাবা ও মা তার শশুরের বাড়িতে সকালে যায়। বাড়িতে মোশাররফ একাই ছিল। জুম্মার নামাজের পর ঘুম হতে উঠে টিনের দরজায় হাত দেয়া মাত্রই টিনের বেড়ায় হাত আটকে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট হওয়ায় টিনে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বালাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত