তালেবানের প্রতিশোধ গ্রহণের আশঙ্কায় পালিয়ে যান পাইলটরা

বিদেশ থেকে ফেরত আনা হলো পালিয়ে যাওয়া জঙ্গিবিমানগুলো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ০৮:৩৯ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪০

আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গিবিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন সেসব জঙ্গিবিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চীয় বাল্‌খ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আশরাফ গনির পতনের পর কিছু পাইলট বেশ কয়েকটি জঙ্গিবিমান নিয়ে উত্তরঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিলেন। তালেবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার জের ধরে এসব জঙ্গিবিমান ফেরত দিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো।

আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, বালখের বিমানবাহিনীর কমান্ডার আতাউল্লাহ উমারি বলেছেন, বিদেশ থেকে সব জঙ্গিবিমান ফেরত আনা যায়নি; বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে।

তালেবান এ পর্যন্ত বহুবার বিদেশে পালিয়ে যাওয়া বিমান বাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছে।এসব পাইলট তালেবানের পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার আশঙ্কায় দেশত্যাগ করেন। পালিয়ে যাওয়া পাইলটরা সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির শাসনামলে তালেবানের বিরুদ্ধে বিমান হামলায় জড়িত ছিলেন বলে মনে করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত