বিজয় দিবসে বাগেরহাটে ছাত্র অধিকার পরিষদের আলোচনা সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৫:৫৪

বাগেরহাটে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার আয়োজনে শহরের একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি লিমন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিবিয়া প্রবাসী অধিকার পরিষদের সাবেক সমন্বয়ক মোঃ আঃ সোবহান হাওলাদার, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক নাঈমুর রহমান,  বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাগেরহাট জেলার সমন্বয়ক জি.এম হাফিজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাগেরহাট জেলার সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য আল আমিন হোসেন, এ ছাড়া রাসেল মৃধা, মাহমুদুল হাসান,বাইজিদ শেখ,রাকিবুল ফকির, ফাতেমা রেসা,খাইরুল বাশার, মাহামুদুল ইসলাম, রাহাত শেখ,রবিউল ইসলাম,আবু হাসান,জাহিদুল ইসলামসহ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। 

এর আগে সকালে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলার দশানি সৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত