বিজয়ের  উৎসব - রাজু আহমেদ

  রাজু আহমেদ

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৪:২১ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৩৯

বিজয়ের উৎসব

রাজু আহমেদ

 

কাঁদে মা নিরালায় উতালা বিরহী মন
আঁধার কাননে জ‍্যোৎস্নার আলোড়ন।
দখিনা সমীরে  বনচামেলীর সুগন্ধ 
গভীর নিশীথে জেগেছে আনন্দ।

বনছায় উঠেছে পাখির  কলগীতি
ঘরে ফিরেছে কতো  বনবাসি।
পালঙ্ক শয়নে প্রসূতীবতী করেছে চিৎকার 
নবরৌদ্ররাগে রঞ্জিত  বাংলার আকাশ।
নানান ফুলের সুগন্ধ ভরা ভোরের বাতাস 
নির্জন ঘরে প্রতীক্ষমাণা করেছে উল্লাস।
পূর্বমুখী হয়ে  বসে মা গঙ্গা সীমানায়
ছেলে আসিবে বুঝি ফিরে, আমার আঁচল ছায়ায়।

কাআ
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত