বিচারপতি মানিকের ওপর হামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ১০:৩২ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:৩৫
রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলা অবস্থায় পল্টন থানার উল্টা পাশে চায়না টাউনের সামনে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বুধবার রাতে সাবেক বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। রাজধানীর পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পল্টন থানা বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি সালাউদ্দিন মিয়া।এর আগে সন্ধ্যায় ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল মোড়ের দিকে যেতে এই হামলা হয়েছে বলে আমরা তার গানম্যানের কাছ থেকে জানতে পেরেছি।
এ বিষয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘ফকিরাপুল মোড়ে এসে ভাবলাম সমাবেশ চলা অবস্থায় কাকরাইলের দিকে যাওয়া ঠিক হবে কিনা। কিন্তু ওই সময়ই মাইকে ঘোষণা হলো, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারবে। কোনও গাড়ি থামানো হবে না। আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। এ কথা শুনে আমি আশ্বস্ত হলাম।’
তিনি বলেন, ‘আমার গাড়ির সামনে একটি পুলিশের গাড়ি ছিল। আমার গানম্যান পুলিশের গাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো যাওয়া যাবে কিনা। তারাও বলেন, আসেন আসেন। একটু যাওয়ার পরেই, গাড়ির পাশে এসে কেউ একজন বললো গাড়ি ধরো। এটা বলতেই ২০-৩০ জন এসে আমার গাড়ি ঘিরে ফেলে। আমার গানম্যান তখন গাড়ির বাইরে ছিল। এ সময় আমি গ্লাস নামালে আমাকে মারলো, গাড়ি ভাঙচুর করলো, ড্রাইভার ও গানম্যানকে মারলো।’
মানিক বলেন, ‘তারা যে বলছে, শান্তিপূর্ণ মিছিল, হেন-তেন... এগুলো সব রাবিশ। আজ আমার চোখের সামনে প্রমাণিত হয়ে গেলো। ওরা আজ আমাকে মেরেছে, এখন তো কেউ নিরাপদ না। কাল আরও অনেককেই মারবে। কমিশনার ফোন করেছিলেন। তিনি বলেছেন একটা লিখিত অভিযোগ দিতে। পরে তারা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করবেন। আমরা ইতোমধ্যে মামলা করে দিয়েছি।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত