বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২

নেপালে বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।

পদত্যাগপত্রে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি লেখেন- ‘২০২৪ সালের ১৫ জুলাই সংবিধানের ধারা ৭৬ (২)-এর ভিত্তিতে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। দেশের বর্তমান অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে—সংবিধানসম্মত রাজনৈতিক সমাধান ও সমস্যার উত্তরের উদ্যোগ প্রদানে—আমি সংবিধানের ধারা ৭৭ (১)-এর ভিত্তিতে আজকের তারিখ থেকে কার্যকর হিসেবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ চলছে। কারফিউ উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।

সূত্রের দাবি, বাংলাদেশের শেখ হাসিনার মতোই তিনি দেশ ছেড়ে চলে যেতে পারেন। সে ক্ষেত্রে তার গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।

সূত্রের আরও দাবি, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ইতিমধ্যে ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার জন্য অনুরোধ করেছেন। জবাবে ওলি জানিয়েছেন, নিরাপদে তাঁকে দেশ ছাড়ার বন্দোবস্ত করে দেওয়া হোক। সূত্র: রয়টার্স, আনন্দবাজার

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত