বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে প্রস্তুতি সভা

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১৯:০৬ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১২:৪১

আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে বাগেরহাট জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) বিকালে জেলা বিএনপির দলিয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার সব সাংগঠনিক ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। শেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি: এ টি এম আকরাম হোসেন তালিমের । এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসরাম গোলা, ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য অহিদুল ইসলাম পল্টু, সৈয়দ নাসির আহম্মেদ মালেকসহ জেলার ৯টি উপজেলা ৩টি পৌরসভার বিএনপি ও অংঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তৃতা রাখেন। সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম। 

সভায় প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জনগণ নির্বাচন চায় অবাধ এবং সুষ্ঠু। যেটা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব না। গাইবান্ধার উপনির্বাচন তার প্রমাণ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা অতিসত্বর প্রত্যাহার করতে হবে। নির্দলীয় সরকারের অধিনে সংসদ নির্বাচন দাবীতে চলমান গনতন্ত্র পূরুদ্ধার আন্দোলন আরো বেগবান করতে আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত