বারবার ভুল জায়গায় থেমে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১৭:১০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮
বারবার ভুল জায়গায় থেমে ১০ মিনিটের মতো বন্ধ ছিল মেট্রো চলাচল। সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টা ২৭ মিনিটে এ ঘটনা ঘটে।
উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন কাজীপাড়া স্টেশনের কাছে এসেই হঠাৎ বড় একটি ধাক্কা দেয়। এরপর স্বাভাবিক গতিতে গিয়ে কাজীপাড়া স্টেশনের ভেতরে ঢুকে আরেকটি ধাক্কা দিয়ে নির্ধারিত স্থানের বাইরে গিয়ে থামে। এর কিছু সময় পর ওই ট্রেনটি কয়েক দফায় স্টেশনের দরজা বরাবর থামার চেষ্টা করেও ব্যর্থ হয়। এবং বারবার ভুল জায়গায় গিয়ে থামে। একপর্যায়ে ১০ মিনিট ধরে বন্ধ থাকে ট্রেনটি।
কয়েকবার গেট খুলা ও বন্ধ হওয়ার পর ধীর গতিতে চলা শুরু করে ট্রেন। এমনভাবে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত আসে ট্রেনটি। এরপর শেওড়াপাড়া স্টেশন থেকে মেট্রোরেল আবার স্বাভাবিক গতিতে চলা শুরু করলেও ভয়েস ও ডিসপ্লের নির্দেশনা তখনও ঠিক হয়নি।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঠিক কী কারণে এ সমস্যা হয়েছে তা এখনও বলতে পারছি না। তবে সম্ভবত ভোল্টেজজনিত সমস্যার কারণে এ সমস্যা হতে পারে। কিংবা কারিগরি ত্রুটির কারণেও এটি হতে পারে। মেট্রোরেল এ দেশে নতুন, এজন্য আমাদের সামনে এসব চ্যালেঞ্জ আসছে। আমরা দ্রুত তা সমাধান করার চেষ্টা করছি।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত