বাফুফেকে দেড় হাজার ডলার জরিমানা

  স্পোর্টস ডেস্ক  

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৬

গত ১০ জুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের হাইভোল্টেজ ম্যাচ ছিল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ওই ম্যাচে নিয়মভঙ্গ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা। তারই খেসারত দিতে হলো জরিমানা গুনে।

বাফুফের প্রতিনিধিদের কারণে ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে ২ মিনিট বিলম্ব হয়েছিল। এজন্য ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি।

বাফুফেকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করা হয়। তাহলে আরও কঠোর শাস্তির সম্মুখীন হতে হতে পারে।

৩০ দিনের মধ্যে এই জরিমানা দিতে হবে। এএফসির এই কমিটির সভা হয়েছে ১৭ জুলাই। জরিমানা করা হয়েছে মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তানসহ অন্য দেশকেও।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত