বাপুস রংপুর জেলা শাখার আলোচনা সভা
 কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
                                    
                                    প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:১০ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২১:৩৮
 
                                        
                                    বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার আলোচনা সভা শুক্রবার স্থানীয় আহার হোটেলে সমিতির আহবায়ক একেএম জায়েদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব একেএম রেজাউল করিম, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু, মোস্তাফিজার রহমান, মোঃ মোস্তাকুজ্জামান, সারওয়ার আলম মুকুল, আব্দুল জব্বার, মোরশেদ কবীর বাবুল,শ্রী শ্যামল সরকার, শফিউল ইসলাম, মোজাক্কের হোসেন,আহসান হাবীব হিরু, আব্দুল মজিদ, হাবিবুর রহমান, ওমর ফারুক। সভায় নীতিমালা বাস্তবায়ন, সদস্যপদ নবায়ন, গাইবান্ধায় বিভাগীয় সম্মেলন সফল করন, সমিতির উন্নয়নসহ সমিতি ভবনের জমি ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            