বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:৫০ |  আপডেট  : ৮ মে ২০২৫, ০৮:৫৩

বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি। বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দেন এবং ২০২২ সালের বাজেট পেশ করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোল্লা মাসুদুল হক। 

সাধারন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশাররফ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন ,সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, আলী আকবর টুটুল, সাংবাদিক নকিব সিরাজুল হক, ইয়ামীন আলী,মোয়াজ্জেম হোসেন মজনু, মীর জয়েসী আশরাফি জেমস, মোঃ শামসুর রহমানসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত