বাগেরহাট চেম্বার অব কমার্সের সাধারণ সভা 

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৫

বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শালতলাস্থ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২০-২১ সালের কার্যবিবরণি, আয় ব্যয়ের হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। 

বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর সভাপতি শেখ লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ব্যবসায়ী সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর তানিয়া খাতুন, চেম্বারের সহ-সভাপতি সরদার ওমর ফারুক, মধুসুদন ধাম, পরিচালক এম. এস নাসির খান, সরদার আবু সাইদ, ব্যবসায়ী কাজী মুকিত ঝন্টু প্রমুখ। এছাড়া এই বার্ষিক সাধারণ সভায় বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর দুই শতাধিক সদস্য অংশগ্রহন করেন। 

বক্তারা বাগেরহাটের ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাগেরহাট জেলাকে ব্যবসা বান্ধব করে তুলতে বিভিন্ন পরিকল্পনা করেন উপস্থিত ব্যবসায়ীরা।

বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি-এর সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি ব্যবসায়ীদেরে সেবা করে আসছে। ব্যবসায়ীদের সুবিধা অসুবিধায় আমরা সব সময় পাশে থাকি। এছাড়া ভবিষ্যতে ব্যবসা বানিজ্য সম্প্রসারণ ও  বাগেরহাটকে ব্যবসাবন্ধব জেলা করতে আমরা নানা পরিকল্পনা নিয়েছি। এগুলো বাস্তবায়িত হলে বাগেরহাট হবে আগামী দিনের সিঙ্গাপুর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত